ফাগুনের আগুনে পুড়ে গেছি আমি,
অতীত ছাড়েনি আমায়।
যখনি বলেছি মিথ্যে ওসব,
জ্বলেছি  ভীষণ জ্বালায়।


প্রেমকে রেখেছি ভয়ের বাক্সে,
কষ্ট উড়িয়ে হাওয়াই।
এত যে উড়াই হয়না তো শেষ,
ফিরে আসে কোন মায়ায়।


জানি এই সব পুড়ে যাওয়া কথা,
ফিনিক্স পাখির মত।
আসে আর যায় হৃদয়ে আমার,
রেখে যাই শুধু ক্ষত।