নেই আমি কোথাও যেন,
রৌদ্দুরে ছায়াহীন।
মেঘ ডেকে যায়, বৃষ্টির ইশকুলে।
কামাই বাড়ছে প্রতিদিন।


নাম কাটা যায় যাক ফেসবুক-টুইটারে,
মানুষই যাচ্ছে ভুলে রোজ।
দেয়ালে দেয়ালে ঝুলে,
টিকে থেকে লাভ কিসে?
হারিয়ে নিজের সব খোঁজ।


মগজ আর হৃদয়ের মাঝখানে চাপা পড়ে,
আমি যেন রাজিবের হাত।
বন্দুক যুদ্ধে হুট করে পেয়ে যাওয়া,
একরামি মুক্তির স্বাদ।


চাঁদের চ্ক্র যেন ক্ষয়ে ক্ষয়ে আলো শেষ।
আমি কোনো আঁধারের রাত।
উর্ধের হাতছানি ফেরাবোই তবু আমি,
যদি দাও তোমার ওই হাত।