আমার দেহে ও ক্লান্তি ছিল---
                   তবু মুখেতে ছিল হাসি--
আমার মনেও দ্বন্দ্ব ছিল---
                   তবু তোমারে ভালোবাসি ||


বোঝা আমার হয়েছে ভারি,
                 আঁধারে পথ গিয়েছে ঢাকি --
এবার আমার যাবার বেলা--
                 তবু অনেক কথা বলা বাকি ||


এসেছিলাম "কেন ?"  -- জানিনা--
                 লাগলো ভালো তোমার আঙ্গিনা ||


যাবার আগে যাই গো বলে--
শেষ কথাটি নয়ন জলে--


"সবার তরে সমান  সুযোগ"--
মিথ্যা প্রবঞ্চনা -- নেইকো প্রয়োগ ||