সরকার দিলেন হাজার টন,
অসহায় মানুষের তরে।
খেয়ে পরে থাকবে বেঁচে,
খাদ্য নাই যার ঘরে।


টন থেকে মন তারপর কেজি,
আসে গরীবের হাতে।
এমন ছলনা নিত্যই ঘটে,
অভাবী লোকের সাথে।


দুঃখী মানুষে না খেয়ে মরে,
নীতিহীন নেতার চাপে।
কার কাছে তারা দিবে বিচার,
ঠোঁট দুটো ভয়ে কাঁপে।


এমন ঘটনা বাংলার বুকে,
কালের সাক্ষী হয়।
কবে জাগবে মানবিক মন,
হবে মানুষের জয় ?


গরীবের পেট না ভরলেও,
নেতাদের পেট ভরে।
ওদের নামে বিচার দিলাম,
মহান প্রভুর তরে।
😵😵😵😵😵😵😵😵😵
লেখার স্থানঃ নিজ বাড়ি,শাহজাদপুর, সিরাজগঞ্জ।
প্রেক্ষাপটঃ করোনা পরিস্থিতিতে সরকারি অনুদানের অসম বন্টনের প্রতিবাদ স্বরুপ।