এসো বৈশাখ সবার ঘরে নতুন বার্তা নিয়ে,
এসো বৈশাখ সবার ঘরে সুখের দেখা দিয়ে।


এসো বৈশাখ সবার ঘরে শান্তির পরশ হয়ে,
এসো বৈশাখ সবার ঘরে নদীর মতোন বয়ে।


এসো বৈশাখ সবার ঘরে গল্প কবিতা ছন্দে,
এসো বৈশাখ সবার ঘরে সকল ভালো মন্দে।


এসো বৈশাখ সবার ঘরে নিয়ে রঙিন স্বপন
এসো বৈশাখ সবার ঘরে হয়ে দখিনা পবন।


এসো বৈশাখ সবার ঘরে মানুষের সাম্য নিয়ে,
এসো বৈশাখ সবার ঘরে বিভাজনে ভঙ্গ দিয়ে।


এসো বৈশাখ সবার ঘরে তরুণের হাত ধরে,
এসো বৈশাখ সবার ঘরে সব বাঙালির তরে


এসো বৈশাখ সবার ঘরে কৃষক শ্রমিক যত,
এসো বৈশাখ সবার ঘরে বীর বাঙালির মত।


এসো বৈশাখ সবার ঘরে খুলতে নতুন দোর,
এসো বৈশাখ সবার ঘরে দেখাতে নতুন ভোর।


বৈশাখ পারেনা আনতে কিছুই আনতে হবে মোদের,
সকল মানুষের মেলবন্ধনে জাগাতে হবে বোধের।            
★*****************★*****************★
লেখার স্থানঃ ভৈরব, কিশোরগঞ্জ, রাত-১০.০০/ তাং-১৩-০৪-১৯ ইং★ ৩০শে চৈত্র-১৪২৫.
salimraza242@gmail.com
Shahzadpur, Sirajganj.