খাটিয়ে তনু ঝরাই ঘাম,
যার তরে দিন রাত।
এখন দেখি প্যাঁচে ফেলে,
কেড়ে নেয় নুন ভাত।


বুকের বামে যারে আমি,
দিয়ে রাখি সদা ঠাই।
এখন দেখি তার পায়েও,
ঠাই বুঝি মোর নাই।


বাবা মাকে না মানলেও,
মানি তার রীতি নীতি।
তবুও দেখি মোদের মাঝে,
বাড়েনি কোন প্রেম প্রীতি।


যার হুকুমে অর্ধাহারে,
ঘুরি সদা দ্বারেদ্বারে।
এখন দেখি তার প্যাঁচে,
আছি পুরো অনাহারে।


নানান দাবীতে বাচ্চা কাঁদে,
বাবা মাও চেয়ে থাকে।
কিভাবে কাঁটে শ্রমিকের দিন,
সেই খবর কে-বা  রাখে।


এত ব্যবধান মোদের মাঝে,
কখনো ভাবিনি আগে।
তাই বুঝি আজ হৃদয়েতে,
থেকে থেকে ব্যথা জাগে।


তবুও মোরা আছি বেঁচে,
শুকরিয়া প্রভুর কাছে।
ভেদাভেদ ভুলে সাম্য চাই,
সকল মানুষের মাঝে।
❤❤❤❤❤❤❤❤❤
রচনাকালঃ ১৩ ই জন ২০২০ ইং, ভৈরব, কিশোরগঞ্জ।
ই-মেইলঃ salimraza242@gmail.com
শাহজাদপুর, সিরাজগঞ্জ।