এলো রমজান সবার ঘরে নতুন বার্তা নিয়ে,
এলো রমজান সবার ঘরে সুখের দেখা দিয়ে।


এলো রমজান সবার ঘরে শান্তির পরশ হয়ে,
এলো রমজান সবার ঘরে নদীর মতোন বয়ে।


এলো রমজান সবার ঘরে গল্প কবিতা ছন্দে,
এলো রমজান সবার ঘরে সকল ভালো মন্দে।


এলো রমজান সবার ঘরে নিয়ে রঙিন স্বপন,
এলো রমজান সবার ঘরে হয়ে দখিনা পবন।


এলো রমজান সবার ঘরে মানুষের সাম্য নিয়ে,
এলো রমজান সবার ঘরে বিভাজনে ভঙ্গ দিয়ে।


এলো রমজান সবার ঘরে ঈমানের পথ ধরে,
এলো রমজান ঘরে ঘরে সকল মুসলিমের তরে।


এলো রমজান সবার ঘরে গরীব আর ধনী যত,
এলো রমজান সবার ঘরে সারাতে মনের ক্ষত।


এলো রমজান সবার ঘরে খুলতে নতুন দোর,
এলো রমজান সবার ঘরে দেখাতে নতুন ভোর।      
★************★**************★
লেখার স্থানঃ ভৈরব, কিশোরগঞ্জ,
বেলা -১২.৩০/ তাং-১৪-০৪-২০২১ ইং
পহেলা রমজান ★ পহেলা বৈশাখ -১৪২৮.
salimraza242@gmail.com
Shahzadpur, Sirajganj.