বড়দের মনে ইচ্ছা জাগে,
যদি ছোট হতে পারতাম !
ছোটদের মনে ইচ্ছা জাগে,
যদি বড় হতে পারতাম।


বিবাহিতদের  ইচ্ছা জাগে,
যদি সংসার ছাড়তাম !
অবিবাহিতদের ভাবনা শুধু,
বিয়ে হলে মজা মারতাম।


বেকারদের মনে চিন্তা জাগে,
চাকরি কি নিতে পারবো ?
চাকরিজীবীদের মাথাটা ঘোরে,
কবে চাকরিটা ছাড়বো!


স্বদেশে কাজ না পেলে ভাবে,
দেশটা যে কবে ছাড়বো !
বিদেশ প্রবাসী বন্ধুরা ভাবছে,
দেশে কি যেতে পারবো?


ছেলেমেয়ে নাই সংসারে যার,
সন্তানের জন্য কাঁদছে।
ছেলেমেয়ে নিয়ে কেউবা বিপাকে,
সাগরের জলে ভাসছে।


মাছ মাংস জোটে না যাদের,
ডাল ভাত তারা রাঁধছে।
ধনপতি যারা খাবার নষ্ট করে,
মনের সুখেতে হাসছে।


*** ধন্যবাদান্তেঃ সেলিম রেজা সাগর। ***