যদি পাওনা কাঁটে ?
তোমার কি ভাই ফাঁটে ?
তবে কী হেরেই যাবে,
জীবন যুদ্ধ মাঠে ?


নাকি তুমি ফাঁকি দিয়ে,
পাড় করবে মাস ?
এচিভমেন্ট খারাপ হলে,
আবার খাবে বাঁশ।


নিজের জল খরচ করে,
যদি নাহি পাও।
মাসের শেষে আবার তবে,
করবে কি ক্যাঁও ক্যাঁও ?


নাকি সেদিন কাঁদবে চুপি,
সব কপালের দোষ।
নাটক খানা দারুণ হবে,
লাগবে ভারি জোশ।


তেমন কিছু না ভেবেই
এমনি এটা লেখা।
কখন জানি কোন বিপদে,
কার সাথে হয় দেখা !


শুভদিন আসবে ফিরে,
বিশ্বাস রাখি মনে।
পথ হারাও পথ খুঁজে পায়,
গভীর বিপদ বনে।


শুভ দিনের প্রতিক্ষায়,
থাকবো সদা সবে।
শান্তি সুখের নব স্রোত,
বইবে মোদের ভবে।
**********************
ভৈরব, কিশোরগঞ্জ,
এরিয়া সেলস ম্যানেজার,
হ্যামকো ইন্ডাঃ লিঃ