কে বা মুসলিম কে বা হিন্দু, করো না তফাৎ নিত্য,
ধরার বুকে সকল মানব, মহান প্রভুর ভৃত্য।
কে বা বৌদ্ধ কে বা খৃষ্টান, চাইনা সেসব শুনতে,
সব মানুষে একত্রে চাই, সাম্যের মালা বুনতে।


কে বা  ফর্সা কে বা কালো, গড়ো না ভিন্ন জাতী,
সব মানুষে এক হয়ে, জ্বালাও শান্তির বাতি।
কে বা লম্বা কে বা বেঁটে, বলো না সেসব কথা,
কারো যেন কোন কথায়, পায়না কেহ ব্যথা।


সংখ্যা লঘুর সংখ্যা ভীতি, চাইনা ধরার মাঝে,
সব মানুষে থাকবো মিলে, সকাল সন্ধ্যা সাঁঝে।
ক্ষুব্ধ হয়ে হিংস্রভাবে, থামুক সকল আক্রমণ,
জাত বে-জাতে বন্ধ হোক, বিশ্বের সব সংক্রামণ।


চাইনা কোন অকাল মৃত্যু, চাইনা কোন যুদ্ধ,
বাঁচুক সবাই মানবতা নিয়ে, হবোনা কেহ ক্ষুব্ধ।
শক্তিধর আর দূর্বল দলের, চাই যে মিলন মেলা,
বিশ্ববাসী মিলে বন্ধ করবো, যুদ্ধ যুদ্ধ খেলা।