শাহজাদপুর আমার মুখের হাসি,
সুখ আনন্দ রাশিরাশি।
শাহজাদপুর আমার দুঃখ ব্যথা,
যেন আমার মনের কথা।


শাহজাদপুর আমার সুখের স্মৃতি,
জীবন ধারায় সুরেলা গীতি।
শাহজাদপুর আমার প্রাণের ছবি,
পূর্ব দিগন্তে উদয় রবি।


শাহজাদপুর আমার চাওয়া পাওয়া,
ভোজন বিলাসী খাওয়া-দাওয়া।
শাহজাদপু আমার অন্তর-আন্তা,
দেহ মাঝে ফুসফুসের হাওয়া।


শাহজাদপুর আমার রক্তে মাংসে
মমতায় জড়ানো গলার ফাঁসি।
শাহজাদপুর হল মোর মাতৃভূমি,
তাই আমি তোমাকেই ভালবাসি।
          
  রচনাকালঃ দুপুর-০১.৩০ মিঃ  ১১-০৩-১৮ ইং,
  ( নিজ পিত্রালয় ) শাহজাদপুর-সিরাজগঞ্জ।
salimraza242@gmail.com