আনমনে বসে নিজেকে বলি
বুড়োকালে মোর কী হবে গতি?
থাকবে না শরীরে কোন শক্তি
আবার নাই অর্থনৈতিক মুক্তি !


পূরাবো আমি কিভাবে স্বাধ
যেগুলো হবে দরকারি?
করি না'তো আমি গর্বিত
কোন চাকুরি সরকারি।


দিন হাজিরা কর্মী মোরা
শুধু চাকরি করি নামে,
অসুস্থ্য হয়ে ছুটি কাটালেও
বেতন আসে কমে।


বেসরকারি চাকরি মোদের
পাই যে প্রহসন শুধু,
মাস শেষে চেয়ে দেখি তাই
যে লাউ সেই কদু।


নাই আশ্বাস নাই ভবিষ্যৎ
কয়দিন চাকরি থাকবে,
মেধা শ্রম ভক্তি থাকলে
তবেই চাকরিতে রাখবে।


বয়স শেষে ছাড়লে চাকরি
হাতে দিয়ে দিবে গোল্লা,
অভাবে কাঁদলে শান্তনা দিবে
পাশের বাড়ির মোল্লা।


জীবনভর খেঁটে সংসার চলবে
থাকবে না কোন পূজী,
অবসর হয়ে শেষ জীবনে
কে দিবে মুখে রুজী ?


হয়েছি স্বাধীন নই পরাধীন
চাই অর্থনৈতিক মুক্তি,
রাষ্ট্রিয় ব্যাবস্থার পরিবর্তন হোক
ভাল থাকুক জনশক্তি।
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
#বিশ্ব_শ্রমিক দিবসে আমার মত খেটে খাওয়া কোটি কোটি #শ্রমিকদের প্রতি বিনম্র শ্রোদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা ও অফুরন্ত শুভ কামনা জানাচ্ছি।
এরিয়া সেলস ম্যানেজার,
হ্যামকো ইন্ডাঃ লিঃ
ভৈরব, কিশোরগঞ্জ।
ইমেইল - salimraza242@gmail.com
মোবাইল নং -০১৯৬১-৫৩০২১৮.
শাহজাদপুর, সিরাজগঞ্জ।