হে প্রিয় নজরুল,
তুমি মোদের বঙ্গ বাগানে
একটি ফুটন্ত ফুল।
পাইনি আজও এই বাংলায়
কাউকে তোমার তুল।
তোমার ডাকেই পেয়েছি খুঁজে
হারানো পথের কূল।
তুমি প্রিয় কবি নজরুল।


হে প্রিয় নজরুল,
তুমি বাংলা জয় করেছ
তোমার অমর কাজে।
তুমি সদায় করছো বিরাজ
মোদের হৃদয় মাঝে।
অপশক্তির সব রাঙা চোখে
বিঁধালে বিষের হুল।
তুমি প্রিয় কবি নজরুল।


হে প্রিয় নজরুল,
তুমি মোদের বিলিয়ে গেলে
তোমার জ্ঞানের আলো।
তোমার আলোয় বাংলা মায়ের
ঘুচলো আঁধার কালো।
আঁধার কেঁটে ভোর রাঙাতে
ফুটলে হয়ে ফুল।
তুমি প্রিয় কবি নজরুল।


হে প্রিয় নজরুল,
যতদিন রবে পৃথিবীর বুকে
মোদের বাংলা ভাষা।
ততদিন রবে ধরণীর বুকে
তোমার ভালবাসা।
তোমার সুনাম হাজার বছরে
কমবেনা এক চুল।  
তুমি প্রিয় কবি নজরুল।
★************************★
১২ ই ভাদ্র ১৪২৬  মোতাবেক ২৭ শে আগষ্ট-২০১৯
লেখার স্থানঃ ভৈরব, কিশোরগঞ্জ।
ই-মেইলঃ salimraza242@gmail.com