মায়ের দেহের রক্ত মাংসে, মোরা হয়েছি সৃষ্টি,
মায়ের দোয়ায় জীবনে আসে, অনন্য সুখের বৃষ্টি।


শিশুকালে মায়ের কোলে, ছিলাম কত নিরাপদ,
ছুঁইতে কভু পারেনি মোদের, কোন রকম বিপদ।


স্বার্থ ছাড়া এই দুনিয়ায়, কেউতো ভালোবাসে না,
মায়ের মন যে এত নরম, দূরে থাকতে পারেনা।


মা যে আমার স্বর্গের সুখ, মা যে তুলনাহীন,
মা যে বাঁজায় হৃদয় মাঝে, নিত্য সুখের বীণ।


কারো সাথেই হয়না কভু, মায়ের তুলনা,
শত বিপদে শত কষ্টেও, মাকে ভুলনা।


শাহজাদপুর-সিরাজগঞ্জ।
salimraza242@gmail.com