ভালোর মধ্যে কিছু খারাপ, হয়তো কিছু থাকবেই,
আলেম সমাজ এই বিশ্বে, সারাটা জীবন লাগবেই।


আছে যারা  খারাপ ব্যক্তি, তাদের এড়িয়ে চলবোই,
আর যারা ভালো মানুষ,তাদের ভালোই বলবোই।


অপরাধ করবে যে ব্যক্তি, শাস্তি তাকে দিতে হবেই,
নিরপরাধ ব্যক্তি যারা, সম্মান তাদের করতে হবেই।


সবাইকে কেউ দোষ দিবেন না, একজনের দোষ নিয়ে,
কোন প্রতিষ্ঠানকে মাপা যাবেনা, একটি অন্যায় দিয়ে।


মুসলিম যারা আলেম ছাড়া, চলার উপায় নাই,
আলেম দ্বারা আসি দুনিয়ায়, আলেম দিয়েই যাই।


তাইতো বলি আলেম নিয়ে, কূটক্তি কেউ করবেন না,
আল্লাহ পাকের কঠিন গজবে, কেউ কখনো পরবেন না।
********************************************
উপলক্ষঃ ফেনিতে মাদ্রাসা শিক্ষকের দেওয়া আগুনে পুড়ে স্কুল ছাত্রীর মৃত্যু। তবে একজনের দোষে সবাইকে দোষী বলা যাবেনা।