গ্রীষ্মকালীন মাঠে ক্লান্ত কৃষকের যেমন
হৃদয় জুড়ায় বটবৃক্ষের নির্মল ছাঁয়ায়।


বর্ষাকালীন পদ্ম পুকুরের স্বচ্ছ জ্বলে যেমন
বৃষ্টির ফোঁটা দেখে,পড়ি তার প্রেম মায়ায়।


শরৎকালীন পরিস্কার আকাশ ভরে যায় যেমন
শুভ্র মেঘের পালে সীমাহীন ভালো লাগায়।


হেমন্তকালীন বাংলার সকল ঘরে ঘরে যেমন
ফসলের ধুম বেজে উঠে সুখের বার্তা জানায়।


শীতকালীন নান্দনিক পিঠা পুলির গন্ধ যেমন
বাঙালির মন প্রাণ উৎসব আমেজে নাচায়।


বসন্তকালীন ফল বাগানের গাছে গাছে যেমন
ককিলের সুমধুর গান হৃদয়ে শিহরন জাগায়।


ঠিক তেমনি তুমি ভালো থেকো বারোটা মাস
দুঃখ বেদনা বিহীন সুখ আনন্দের ছাঁয়ায়।


আমি না হয় শুধু তোমার শুভ কামনা করেই
হিসেব মিলিয়ে নিবো আমার পাওনা খাতায়।
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
       salimraza242@gmail.com
       Shahzadur,  Sirajganj.