না জানি আজ কত ভ্রমর উড়েছে,
ফুল থেকে ফুলে।
মনের কুবৃত্তি আর লালসায় ডুবেছে,
ভূল থেকে ভূলে।


সাঁতরে বেড়িয়েছে তারা কামনার জলে,
নদ থেকে নদে।
চলেছে শৃঙ্খলাহীন যৌনতার মহাযাত্রা,
দল থেকে দলে।


দিয়ে ফাঁকি মালির চোখ ভ্রমর ঢুকেছে,
বাগ থেকে বাগে।
ফুল গুলি করেছে নষ্ট খেয়েছে মধু,
ভাবতেই কষ্ট লাগে !


ভ্রমর না চিনেই কত না ফুল ভিড়িয়েছে তরী,
পাড় থেকে পাড়ে।
জীবনের নঙ্গর ফেলতে একদিন তারা ঘুরবে,
দ্বার থেকে দ্বারে।


সকল ভূলের যন্ত্রণায় সেদিন উঠবে ঝড়,
মন থেকে মনে।
সতীত্বহীন ও কলংকময় জীবন নিয়ে ঘুরবে,
বন থেকে বনে।


রচনাকালঃ ১৪ ই ফেব্রুয়ারি ২০১৮. ২ রা মাঘ ১৪২৪ বাংলা। স্থানঃ ভৈরব, কিশোরগঞ্জ।
ই- মেইল- salimraza242@gmail.com
শাহজাদপুর - সিরাজগঞ্জ।