জ্ঞানীর মুর্খতা
মোঃ সেলিম হোসেন


মুর্খ মানব জ্ঞানী মানব
একই দেহে রয়,
বায়ু মুখী ছাতা ধরে
হরেক কথা কয়।


দুই দিলা এই মানবেরা
লেবাসধারী হয়,
ভালোমন্দ বুঝেই এরা
পাপের নদে বয়।


লোকের চোখে ধুলো দিতে
মসজিদে তে যায়,
পাপের টাকা দান করিয়া
বাহবা যে চায়।


স্রষ্টার তুষ্টি অর্জন এদের
আসল লক্ষ্য নয়,
তাইতো ভালো কাজের সাথে
মন্দ কাজেও রয়।


প্লাস মাইনাসে মাইনাস হয়ে
শূন্য পাবে ঠিক,
মৃত্যুর পরে এদের পথ যে
জাহান্নামের দিক।