হেমন্তের ঘ্রাণ
মোঃ সেলিম হোসেন
২০ নভেম্বর, ২০২২ খ্রিঃ।


সবুজ ধানের মাঠ দেখো আজ সোনা রঙে ছাওয়া,
লক্ষ্মী দেবী নাচছে দেখো পেয়ে হিমেল হাওয়া।
সোনায় মুড়া সাগর মাঝে বসছে রূপের মেলা,
কই গেলে সব আয় বেড়িয়ে দেখো চেয়ে খেলা।


ঝিরিঝিরি বায়ুর সনে রিনিকঝিনিক তালে,
ধানের শীসে নূপুর বাজায় বায়ু চলার কালে।
মিষ্টি মধুর ঘ্রাণ ছড়ায়ে মুগ্ধ করে ধরা,
ঘ্রাণ নিলে ওই নতুন ধানের দূরে যাবে জরা।


ধানের ডাকে দেখো আমার পেশি উঠছে ফুলে,
নাচছে রে মন ধান কাটিতে বায়ুর সাথে দুলে।
সকল ক্লান্তি অবসাদ মোর দেহ থেকে দূরে,
আনন্দ গীত গাইছে হৃদয় যৌবনেরই সুরে।


কাস্তে হাতে মহা ধুমে ধান কাটবো রে মোরা,
যত্ন করে তুলবো ঘরে কই গেলে সব তো'রা?
ধান মাড়ানোর উৎসব হবে সারা বাড়ি জুড়ে,
ঢেঁকির পিঠে পা রাখিয়া বানবে সুরে সুরে।


তৈরি হবে পিঠা পায়েস চিড়ামুড়ি কতো,
সবাই মিলে খাবো মোরা উৎসবেরই মতো।
স্বপ্নরা সব করছে খেলা ধানের মাঠে হেসে,
দিগন্তের ওই প্রান্ত ছুঁয়ে মাঠ হাসে গাঁ ঘেঁষে।


হেমন্তের ওই ধান সাগরে ডুব দিয়ে যাও যদি,
মনের মাঝে বইয়ে যাবে অনাবিল সুখনদী।
আলের পরে আল বেয়ে ওই সাগর পারি দিবো,
দু'হাত ভরে পরিশ্রমের প্রতিদান আজ নিবো।