কালো পথে
মোঃ সেলিম হোসেন
৩০ নভেম্বর, ২০২২ খ্রিঃ।


কালো চশমা কালো চোখে
আলোর দিশা নাই তাতে,
পশুর মতো চলন নিয়ে
পাপ করে যায় দিন রাতে।


জ্ঞান বিদ্যা দেয় জলাঞ্জলি
মুর্খের মতো চালচলন,
ভদ্রতা নাই সমাজ মাঝে
কণ্টক যেনো তার বলন।


নিজের পরের জ্ঞান করে না
নির্বিকারে পেতে চায়,
বৈধ ভেবে অবৈধ কে
হাতে তুলে নিয়ে যায়।


ভুল কে কভু ভুল ভাবে না
নিজের কথাই ভাবে ঠিক,
কালো চশমার প্রেমে পড়ে
জীবন পথে হারায় দিক।


কালো ফাঁদে আলো ছেড়ে
চললে ধরায় ভুল করে,
অন্ধকারে ডুববে জীবন
ভুগতে হবে নিজ ঘরে।