খুকুমণির মান
মোঃ সেলিম হোসেন
১৩ নভেম্বর, ২০২২ খ্রিঃ।


রাগ করেছে খুকুমণি
কয় না কথা আর,
আদর সোহাগ দিচ্ছে মায়ে
রাগ ভাঙ্গাতে তার।


বাটি ভরা দুধ এনে মা
খুকুর কাছে যায়,
শবরী কলা মাখিয়ে দেয়
তবুও নাহি খায়।


খেলনা কতেক দেয় সে এনে
যদি কমে মান,
গুনগুনিয়ে পাশে বসে
গাহে কতেক গান।


পাশের গাছে বসা ছিলো
কাজল কালো কাক,
রাগ ভাঙ্গাতে খুকুমণির
জুড়লো কা কা ডাক।


তবুও খুকুর রাগ কমে না
ভার করে রয় মুখ,
একটু হাসলে মায়ের হৃদয়
খুঁজে পাবে সুখ।