আজকের শিশু
মোঃ সেলিম হোসেন


আমরা যখন ছোট্ট ছিলাম
খেলতাম কতো খেলা,
শিশুদের দল খেলার মাঠেই
কাটিয়ে দিতাম বেলা।


মাঠ থেকে মাঠ ছুটতাম কতো
বক-শালিকের খুঁজে,
এখনকার এ নতুন যুগের
শিশুরা সবই বুঝে।


হাঁটতে শিখার পরেই আজকে
পাঠশালে যায় বাবু,
প্রশ্নের পরে প্রশ্ন করছে
হচ্ছে সবাই কাবু।


দেশ বিদেশের হরেক ভাষায়
দক্ষ হচ্ছে তারা,
আধুনিক সব যন্ত্রপাতির
ব্যবহার সব সারা।


আমাদের যুগ হারায়ে নিজের
আনলো নতুন দিন,
নতুন যুগের শিশুর হাতেই
উন্নয়নের বীণ।