মরে যায় যদি ভালবাসার ইচ্ছে নদী,
র'বে না আর সবুজের অসীম হাতছানি,
জীবন হবে ধূসর প্রান্তর-মরে যাবে অন্তর;
বিলীন হবে তোমা হতে উৎসারিত জলধির।


সুন্দরের মৃত্যু হবে অকারণে,
ফুটবে না ফুল আর কাননে;
স্বপ্ন উড়ে যাবে পরী হয়ে ডানা মেলে,
দেখা যাবে না তোমায় আর করতলে।


ভাবছি তাই- আহবানের হালখাতা খুলবো কিনা,
অথবা থাক-এই ভালো, তুমি ছাড়া বাজাবো বীণা।