কষ্টের নদীতে যদি পারতাম দিতে ফারাক্কা বাঁধ
ধূ ধূ হতো যত্তসব স্বপ্ন সাধ,
মরে যাক ইচ্ছে
মরে যাক স্বপ্ন
হয়ে যাক সব ধূসর বিবর্ণ।


যাযাবরের রক্ত খেয়েছি গিলে
অথচ নেই মরুর জাহাজ,
অশ্বের হ্রেষা,
বিবমিষা।


নখের পিঠে আকাশের সীমানা শেষ
পিরানে পাইনে খুঁজে পকেট
দায়বদ্ধতা চুষে নেয় জীবনের রঙ
প্রতিনিয়ত তবু সাজতে হয় সঙ
এটাই বুঝি নিয়ম!


মুক্তি চাই বলে ফুকারিত ধ্বনি
নিজের সাথেই করে কানাকানি
বধির পৃথিবী
বধির বিবেক।


কর্ণকে দিয়েছি বর্গা যন্ত্রের কাছে
মন নাচে
দেশ নাচে
সবাই পুতুল; নাটাই কার হাতে?