পর্ব-০১
রাস্তার ধারে কাঁতরাচ্ছিল কুকুর ছানাটি
এক পায়ের উপর দিয়ে গেছে মটর,
কোমল হূদয় উদার প্রাণ মানুষটি
ঘরে নিয়ে তাকে করে যত্ন-আদর।
এক পাঁয়ে ব্যান্ডেজ চলে তিন পায়ে
পেয়েছে ছানাটি আপন মতো ঘর,
এটি-ওটি খায় যা কিছু ডানে-বায়ে
নেই কেউ অমন করবে যে তাকে পর।


পর্ব-০২
অথৈ জলে নেই কিনারা ভেসে গেছে সব
খুঁজছেন তিনি অসহায় মানব আছে কি কেউ?
যার সব গেছে আছেন শুধু একমাত্র রব
হয়তো এখনো করছে লডাই সাথে সাগরের ঢেউ।
দেখেন দূরে ভাসছে এক মানব ছানা
উথলি উঠল দরদ  কেঁদে উঠল প্রাণ
না জানি কার বুকের ধন,মানিক সোনা
কাছে গিয়ে দেখে তখনো রয়েছে জান।


পর্ব-০৩
মানব সোনা আর কুকুর ছানা
হয়েছে এখন তাগাড়া জোয়ান,
দেখেন না তিনি করে চোখ কানা
করেন আদর  সমান সমান।
সুখের নহর বহে তার ঘরে
ছেলে-মেয়ে-জায়া সকলকে নিয়ে
তাই দেখে অনেকে ঈর্ষায় মরে
বিধাতার কাছে নালিশ করে গিয়ে।


পর্ব-০৪
মেয়ে তার এক রূপে গুনে সেরা
মিলেছে বর পছন্দ সকলের,
সোনা-দানা উত্‌সবে বাড়ি ঘেরা
সব ঠিকঠাক কিছুই নেই অমিলের।
বরাত বুঝি এলো এলো এই
কনে সাজাও করে তড়িঘড়ি,
সোনা-দানা নিয়ে আয়রে সই
কনের মা ছুটে হায় মরি্‌ মরি।


পর্ব-০৫
ছুটে সকলে চিত্‌কার শুনে কনের মার
গিয়ে দেখে কপাট খোলা আলমারীর,
সোনা-দানা নেই কিছু আর
হায়! হায়!বিয়ে আজ সোনামনির?
আর কি গেছে ? সব কি আছে গোনা?
তিনি আসলেন গম্ভীর মুখে রইলেন দাঁড়িয়ে ঠাই।
কুকুর ছানা আর মানব পোনা
দুটোই নেই  মিলিয়েছে হাওয়াই।