যদি বলো পুস্পিত ফুল হবে,
জলের সেচন দেবো,
যদি বলো পাখি হবে নীল গগনে,
ডানা দেবো,
যদি বলো প্রবাহমান নদী হবে,
ঝর্ণার মুখ খুলে দেবো,
যদি বলো অতল সাগর হবে,
আকাশ ফুঁড়ে জলকণা দেবো,


কিন্তু-
যদি বলো শব্দের বাথান করবে,
আমি বলবো-না,
কারণ তোমার উচ্চারিত শব্দে
সুন্দরের মৃত্যু হয়,
যদি বলো হাসির ফোয়ারা দেবে,
তাতেও বলবো-না,
কারণ তোমার হাসিতে স্বপ্নের মৃত্যু হয়।


যদি বলো স্বপ্নের ইউথোপিয়া দেবে,
আবার সেই 'না',
কারণ তোমার স্বপ্নের যবনিকায়
নরকের জন্ম হয়।