তখনো অভিনয়ের ষোলকলা শিখনি তুমি,
ওয়ার সিমেট্রির ড্রেনে ফেলে দেওয়া
বাদামের জন্য তখনো কাতর ছিলে,
কিংবা এক ইশারায় চলে যেতে
কল্পন সাংস্কৃতিক কেন্দ্রে।


গল্পের বইয়ে চিঠি পাঠিয়ে
অস্থিরতার প্রহর গুনতে-
চিঠি পৌঁছালো?
আবেগের ঠাঁই পাওয়া সাগরে
প্রতিদিন ডুবে মরতে হারানোর শোকে।


অথচ-
এখন তুমি পাকা অভিনেত্রী,
আঙুলের ইশারায় ঘুরাও সময়ের চাকা
কিংবা মটরযান!
আবেগের সাগর এখন জলের কুয়ো
আঙুলও ডুবেনা তাতে,
তুমিতো ছাড়।