প্রতিদিন জমে মেঘ ঈশান কোণে,আসবে ঝড়!
হও বেচাইন ভেবে ভেবে, লাগে ডর,
খুঁজো সুড়ঙ্গ,যদি যায় লুকানো
রক্তের দাগ যদি যায় শুকানো।


তারপরো নেই ভরসা ঘরের প্রহরীতে
রাক্ষসের প্রাণ নাকি অজানা কুঠরীতে।


কতো দমকা হাওয়ার রেশ,
পারেনা নাড়াতে তোমার কেশ,
স্বস্তির বায়বীয় প্রাণস্পন্দন,
চাটুকার জানায় অভিনন্দন।


বেশ! বেশ! বেশ!
কিন্তু এখানেই কি শেষ!
প্রতিদিনের মেঘ হয়তো করেনা প্রসব বৃষ্টির
কে বুঝে লীলা সৃষ্টির!
কি জানি হয়তো ভাসাবে সে মেঘ,
যাতে নেই কোন বেগ।


একদিন দেখবে সত্যি রৌদ্দুরে বন্যা,
সেকি বৃষ্টির নাকি তোমার কান্না?
ডর নেই কালো মেঘে ভেবোনা এমন
আসবেই একদিন বাধঁভাঙ্গা শ্রাবণ।