শরতের শুভ্র মেঘ বাড়ি এসে বলে
চলো তবে যাই রঙধনুর কাছে,
পাংশুটে জীবন সব রঙ কেড়ে নেয়
আনন্দ নেইতো তবে জীবন মিছে।।


মেঘেদের সাথে যাবো এই ভেবে আমি
পকেটের ভাঁজে রাখি রঙ আর তুলি,
জলরঙ বাজে বেশি শিল্পীর মৃদু তালে
সব দাগ জীবনের এসো মুছে ফেলি।।


ছবির মতো আকাশ মিটিমিটি হাসে
মুগ্ধতার সোনালী আভা আবেশ বুকে নিয়ে,
যন্ত্র,যান্ত্রিকতা,ক্লান্তি আর হতাশা
মুছে যায় নিমিষে মেঘের বাড়ি গিয়ে।।