আসুন ভাবি কিয়ামতের কথা
যা আছে পবিত্র কোরানে গাঁথা।


সাগর স্ফীত হবে নোনা জল উঠবে জ্বলে,
সূর্য গুটিয়ে যাবে খোদায়ী ডাক এলে।
পাহাড়গুলো চলতে থাকবে স্থিতি ভুলে,
মানুষ উদভ্রান্ত হবে প্রিয় সবকিছু ফেলে।


বনের হিংস্রপ্রাণী ভুলে যাবে হিংস্রতা,
পাশে দাঁড়াবে পরস্পরের যেন গড়বে একতা।


নক্ষত্র তারকারাজি কক্ষচ্যুত হবে,
আকাশের দ্বার খুলে যাবে।
মৃতরা আবার প্রাণ ফিরে পাবে,
কর্মের সুরুতহাল সামনে এসে দাঁড়াবে।


জীবিত পুঁতে ফেলা কন্যাদের প্রশ্ন করা হবে-
বেহেশত-দোজখ সামনে থাকবে।
উপলব্ধি হবে মানবের কি পাচ্ছে পুরস্কার,
কি হারাচ্ছে! কেন পাচ্ছে তিরস্কার।