ধরেছি তারে ছেড়েছ যারে এমনতো নয়
কবি কখনো পরাজিত হয়না, হয় সময়।
হয়তো কবি মনের ভুলে ভুলো মনা
তাই বলে সে হয়না কভু অচেনা।


শব্দের নির্যাস পান থামাবে কি করে
সুরের বলয় বাজে ধ্যানের আবাস জূড়ে?
'জঠরে জ্বালা' নিভিয়েছে কি কেউ?
কূপি চেরাগেও উঠে অপার ঢেউ।


জোছনার চাদর গায়ে সুনসানে পথচলা
অমাবস্যার কাছে পূর্ণিমার গল্প বলা,
আবার কখনোবা বৃষ্টির সাথে গলাগলি,
ধুয়ে মুছে যাক হৃদয়ের যত চু্নকালি।


ছাড়বে কি করে কবি-আছে কি সে জোর?
মুখে তাই বলো কবিতা ছেড়েছ-চোর।
কবির কাছে কবিতাই হল খোরাক,
কষ্টকে করো ত্যাগ,যতই তা পোড়াক।