বোধের দহনে জ্বলে পুড়েও কখনোবা থাকতে হয় চুপ
ঘৃণার ঢালি বুকে নিয়ে জ্বালাতে হয় ভালবাসার ধুপ;
সময় বলে দেবে কে বেকুব।

প্রতিটি রজনীগন্ধার হৃদয়ে কি আছে বুকভরা অঞ্জলি
শ্রদ্ধায় ভালবাসায় কি জ্বলে উঠে সব দীপাবলি;
সাবধান পথে আছে চোরাবালি।

আঁতশবাজি জ্বলে পুড়ে নিঃশেষ-আনন্দ নাকি বেদনা
থামবে কি কখনো শোকাতুর ফুল-পাখিদের কান্না;
আসবেই একদিন পরিবর্তনের চেতনা।