তিনি জ্ঞানী শোনান তাই বাণী!
বেকুব সকলে কান পেতে শুনি  
কতেক মিথ্যে কতেক কল্পিত
কতেক গরল কতেক অমৃত।


তিনি সর্বজ্ঞ নখদর্পণে আদি-অন্ত
অন্যে যা জানে সবটাই কি ভ্রান্ত!
তিনাকে করতে পারেন তিনিই শুধু জয়
আছেন তিনি ঘৃণায়-ভালবাসায় নেই তার    
                                                   ক্ষয়।


স্বপ্নের উত্তোরাধিকার কেবলই তার
বেকুবরা বুঝে না তার স্বপ্নের বাহার
কখনো যদি তিনি হয়ে যান বেছাহারা
কে দেখাবে পথ জাতি হবে দিশাহারা!!