"""" ৮ই ফাল্গুন """"
       বেগম সেলিনা খাতুন
        ১৭/০২/২০২০


১৩৫৮, ৮ই ফাল্গুন, ১৯৫২,২১শে ফেব্রুয়ারি,
আমি কি ভুলিতে পারি।
এই দিনে,
সালাম, বরকত, রফিক ,জব্বার ভাষার জন্যে,
নেমেছিল রাজপথে, দিয়েছিল প্রাণ অকাতরে।


শহীদ হয়েছিল নাম না জানা আরো কত জনে,
মাঠ ঘাট তেপান্তর,ভিজছিল শহীদের রক্তে,
সেই স্মৃতি এখনও বুকের মধ্যে আছে ‌সিক্ত হয়ে।


পেলাম আমরা মাতৃভাষার বিশ্বে স্বীকৃতি,
সারা বিশ্ব পালন করে এখন ৮ই ফাল্গুন, ২১শে ফেব্রুয়ারি। আমি কি ভুলিতে পারি।


একুশ আমার অহংকার, মাথা নত না করা,
একুশ মানে শ্লোগানে শ্লোগানে মনের কথা প্রকাশ করা।
একুশ মানে বিশ্বের দরবারে  আন্তর্জাতিক মাতৃভাষায়
সারা বিশ্ব  স্মরণ করে সুগভীর শ্রদ্ধায়।


একুশের শহীদের ঠাই প্রতি বাঙ্গালীর মর্মমূলে,
পরম শ্রদ্ধায় আর ভালোবাসায় উচ্চারিত হয়
হৃদয়ের গহীন অতলে।।