🌿🌹আজকে তুমি শিশু🌹🌿🌿
🥀🥀 বেগম সেলিনা খাতুন 🥀🥀


আজকে তুমি শিশু, অনেক বড় হবে,
হা‌ঁটি হাঁটি পা পা করে, চাঁদের দেশে যাবে,
বিশ্বটাকে হাতের মুঠোয় এক নিমিষেই পাবে।


আজকে তুমি শিশু, কিশোর হবে কাল,
আকাশের নীল সাগরে ভাসবে সকাল বিকাল,
চন্দ্র দিবে রাতে আলো, সুর্য দিবে দিনে
বৃক্ষ তোমায় ছায়া দিয়ে,থাকবে তোমার সনে।


আজকে তুমি শিশু,কালকে বিজ্ঞানী হবে ।
পাতাল পুরের অজানা তথ্য তুমি খুঁজে পাবে,
যেথায় আছে সোনার খনি,সেথায় পৌঁছে যাবে।


আজকে তুমি শিশু, কিশোর হবে কাল,
যৌবনে পৌঁছে তুমি, ধরবে দেশের হাল,
দেশ প্রেমে মুগ্ধ হয়ে, দূর করবে জঞ্জাল।


আজকে তুমি শিশু, কালকে হবে জ্ঞানী,
তোমার জ্ঞান গরিমায় বিশ্ব ভুবন খানি,
মনের দুয়ার খুলে দিয়ে, শুনবে তোমার বাণী।


আজকে তুমি শিশু, কালকে হবে কবি,
তোমার গল্প কবিতায়,থাকবে বাংলার ছবি,
জয় করিবে আকাশ, বাতাস, সাগর গিরি নদী।


আজকে তুমি শিশু, খেলছে পুতুল খেলা,
আপন জন ঘিরে রেখেছে তোমার ছোট্ট বেলা,
আকাশটা তো দেখতে পাওনা,অট্টালিকার মেলা।
বাস গৃহ হয়ে গেছে তোমার বন্দীশালা।


আজকে তুমি শিশু,যুবক হবে কাল,
আমার দেহের যত রক্ত তোমায় করবো দান,
আর্শিবাদ করবো তোমায়, গড়বো ইতিহাস,
জ্ঞানগরিমায় বড় হও, যতই আসুক ঝড়।
নীতি ছাড়া নয়কো বাক্য, মিথ্যা বলোনা।
সত্য পথে এগিয়ে যাও, পাবে সুখের নিশানা।