🥀🌹অনাদরের ভালোবাসা 🌹🥀🥀
🌹🌿🌿বেগম সেলিনা খাতুন 🌿🌿🌹


ভালোবেসে রেখেছিলাম তাহারে,
মনের অন্দর মহলে।
আনন্দের অশ্রু ঝরিয়েছি কত!
সে আসবে বলে।
হাত খানি ধরেছিল অতি যতনে,
ভালবেসেছিল মনের সঙ্গগোপনে।
জানিনা কনোদিন দেখা হবে কি?
তাহার সনে।


দিন যায় রাত যায় ,
ভোরের আলোয় গান করে বুলবুলি।
যেদিকে তাকাই চোখে ভাসে তাহারই ছবি।


সে এখন আমার স্বপ্নের মানুষ,স্বপ্নেই দেখি,
হারিয়ে যেতে দিবনা,
তাহার স্পর্সের অনুভূতি।


সকাল দুপুর সন্ধ্যাবেলা,
রাতের গভীর নির্জনে।
একলা বসে ভাবতে থাকি,
তাহার দেখা পাবো কি কোনদিনে?


কাগজ বিহীন কলম বিহীন,
পত্র লিখি মনে মনে।
হৃদয় দিয়ে লেখা চিঠি,
চোখের জলে যায় ভেসে।


নাই ঠিকানা নাইরে ফোন,
পত্র দিলাম নির্বাসন।
যাওরে পাখি যাও,
তোমার ঠিকানায় তুলে নাও।


পাও যদি তারে ,ভালো বাসে নাকি মোরে,
জেনে নিও তাও।
বলে দিও তারে, সে আমার বন্ধুস্বজন ,
স্বপ্নে করি তারে আলিঙ্গন।


মন ছুটে বেড়ায় অলি গলি,
কত নামে তাহারে ডাকি।
জুঁই,চামেলি,বেলি,শেফালী,মাধবী নীলমনি,
ভালবেসেছি তাকে প্রতি যামিনী।
সে যে আমার স্থির নদী,
একটুস খানি স্পর্শের সুবাসিনী।


যায় যাক শরৎ হেমন্ত,আসুক আবার বসন্ত
পুষ্পিত কাননে, গন্ধরাজের ঘ্রাণে,
মুগ্ধ হবো অল্প অল্প।


বাতাসে পৌঁছে দেব তাহারে,
আমার নিঃশ্বাসের ধ্বনি।
সেযে আমার দৃষ্টির আড়ালের রাণী।


ভালোবাসার মন ফাগুনে,
তাহার জন্য সুর বুনেছি।
সুরের সাথে তাল সাজিয়ে
ছোট একটি গান লিখেছি।


গানের ভাষায় মনের আশায় তাহার একটি নাম রেখেছি।
নামের সাথে যতন করে তাকে অনেক ভালো বেসেছি।


তাহার জন্য অপেক্ষার প্রহর গুনবো শত শত বছর।
পরবে সে নীল শাড়ী,
আসবে সে চাঁদের হাটে,রাতের দ্বিপ্রহর।


তাহার আমি ঘুম ভাঙ্গাবো,
আখিঁ দুটি ছুঁয়ে ছুঁয়ে।
অপলক চোখে চেয়ে থাকবে তুমি
নিরব কল্পনায়ে।


সে থাকবে যখন একা, চাঁদ হয়ে দেব দেখা,
স্বপ্নে করবো আলাপন,
ভিজিয়ে দেবো শিশির হয়ে,
জোছনা গলা রাতের মতন।
সেযে আমার ভালোবাসার স্বপন।