🌿🌹অপেক্ষা🌹🌿
🏵🏵বেগম সেলিনা খাতুন 🏵🏵


স্কুল আঙ্গিনা কতদিন নিরব নিস্তব্ধ নিঃসঙ্গ,
বিল্ডিংটা কোলাহল মুক্ত দাঁড়িয়ে আছে অসহায়ের মতো।

ভাবনার সাগরে ঢেউহীন পাঠশালা,নেই কোন পড়াশোনা,
যেন কত যুগ নাই , ছোট সোনা মনিদের পদচারণা।


দিন যায় রাত আসে স্কুল খোলার নাই কোন সম্ভাবনা,
ছাত্র শিক্ষক সবাই মিলে করছি খোদার কাছে প্রার্থনা।


চড়াই আসে ,শালিক আসে ,পায়রা করে বাকুম বাকুম,
খোলা মাঠ পেয়ে তাদের পরেছে উৎসবের ধুম।


ফুল বাগানে ফুটেছে কত ফুল, নাম জানা অজানা,
কেউ করেনা উপদ্রব, ছিড়েনা ফুল লতা পাতা।


অহরহ হাটেনা কেউ মারিয়ে দেহ খানা,
তাইতো আছে মহাসুখে, পশু পাখি চন্দ্র তাঁরা।


বোর্ড গুলো সব ফ্যাল ফ্যালিয়া তাকিয়ে আছে,
নাই তাতে শিক্ষকদের আচর, অ ,আ ক, খ লেখা।


বেঞ্চ গুলো আছে জরাজরি করে, ধলা বালি পরিয়ে,
দেয়না কেহ উকি, বসেনা কেহ আসিয়া।


সারাদিন অপেক্ষায় থাকে চক্ষু দ'টি মিলিয়ে,
আর কতদিন রইবো আমরা তোমাদের ছাড়িয়ে।