🔰🔰অপ্রত্যাশিত প্রেম 🔰🔰
      ================
         বেগম সেলিনা খাতুন


রিমঝিম বৃষ্টির শব্দে
ডেকেছিল ব্যাঙ বর্ষার আহবানে
খোলা জানালার পাশে
খানিকটা নীরবতায় আচ্ছন্ন ছিলাম
সে আমার প্রেম, সে আমার ভালবাসা।


গভীর রাতে টেলিফোনের বিকট শব্দে
ভেঙে যায় ঘুম
বেড়ে যায় হৃদয়ের সপন্দন
বুকে ছিল কাপন
সে আমার প্রেম, সে আমার ভালবাসা।


আমি চলতে পথে,
হঠাৎ থমকে দাঁড়িয়েছি
এলো মেলো ভাবনায়
নিজেকে বুঝতে চেয়েছি
সে আমার প্রেম, সে আমার ভালবাসা।


রিকশায় পাশাপাশি বসে
মায়াবী ঐ চোখ দু'টিতে চেয়ে চেয়ে,,,
সমুদ্রের লোনা জলে নিজেকে খুঁজে পেয়েছি
সে আমার প্রেম, সে আমার ভালবাসা।


বিশ্ববিদ্যালয়ের ক্যাপাসে
জীবনের কিছু কথা নিয়ে জমানো আড্ডায়
দু'জনে বসে চটপটি খাওয়ার
আনন্দ মুখরিত একটি বিকেল
সে আমার প্রেম, সে আমার ভালবাসা।


বসন্ত বাতাসে
আলোড়িত বৃক্ষের পাতার ফাঁকে
রাতের চাঁদের স্নিগ্ধ আলোয়
উদ্ভাসিত একটি মুখ
সে আমার প্রেম, সে আমার ভালবাসা।


কোন এক সন্ধ্যায় বসে
কৃষ্ণচূড়ার ছায়ায়
ক্লান্ত শরীরে মায়াবী হাতের স্পর্শে
কখন যে অজান্তে অনুভবের গভীরে
নিজেকে হারিয়ে ফেলেছি
সে আমার প্রেম, সে আমার ভালবাসা।


চৈতালী হাওয়ার মতো এক অনুভূতি
দোলাযায় অবিরাম হৃদয় অতলে
হূ-হু করে ছুটে চলা জীবনের ট্রেন
জানা নেই পৌছাবে কখন ষ্টেশনে
সে আমার প্রেম, সে আমার ভালবাসা।


কখনো বিদায় জানাতে গিয়ে
হদয়ের ব্যাকুলতায়
বার বার ফিরে তাকিয়েছি
সে আমার প্রেম, সে আমার ভালবাসা।


আমি বেদনা ভারাক্রান্তে
কখনো কেঁদেছি চিৎকার করে
কখনো নীরবে
সে আমার প্রেম, সে আমার ভালবাসা।


থেমে থাকেনি সময়
অতীত দুর ব্যল্যকাল
বর্তমান আসেনি নিয়ে প্রত্যাশার ঝাপি
তবু প্রতীক্ষা
সে আমার প্রেম, সে আমার ভালবাসা।