🌿🌿🌹বালক বেলা🌹🌿🌿
🌿🌿বেগম সেলিনা খাতুন 🌿🌿


কোথায় হারিয়ে গেলো বালক বেলা,
কোথায় হারিয়ে গেলো পুতুল পুতুল খেলা,
কোথায় হারিয়ে গেলো দাদুর মুখে রুপ কথার গল্প বলা।


হারিয়ে গেলো শৈশবের দুরন্ত বেলা,
হারিয়ে গেলো ডাংগুলি মারবেল খেলা,
মনে পড়ে যায়, নদী জলে ডুবে ডুবে জলজ
তোলা।


ইচ্ছে করে মাঝ রাতে টিনের চালে বৃষ্টির গান শুনি,
ইচ্ছে করে আজলা ভরে বৃষ্টির পানি পান করি,
ইচ্ছে করে তোর হাতটা ধরে বৃষ্টির জলে স্নান করি।


ইচ্ছে করে দুপুরের নির্জনে বটের ছায়ায় বসে বাজাই বাঁশের বাঁশী,
সেই বাঁশির সুরে তোর মন যেন হয় উদাসী,
চুপি চুপি পেছনে দাঁড়িয়ে,দূর করবি তুই আমার একাকি।


মনে পড়ে? সেদিন ছিল রবিবার! স্কুল থেকে ফেরার পর,
বই খাতা ছুড়ে ফেলে পুকুরে লাফিয়ে পড়ি,
ডুবে ডুবে কই মাগুর বেলে মাছ ধরি,
মগ ডালে উঠে পাখির ছানা চুরি করি,
তুই রেগে গিয়ে বলবি, করিস যদি চুরি, নেব কিন্তু আঁড়ি।


না না না করবো না চুরি, তবু নিসনা আ‌ঁড়ি,
তুই যে আমার বালক বেলার পরী,
চলনা, শৈশবের দিন গুলি ফিরিয়ে আনি।


ইচ্ছে করে ইট পাথরের শহর ছেড়ে মাটির ঘরে ফিরি।
তোর ডোরা কাঁটা শাড়ির আঁচলে লুটিয়ে পরি,
তোরে হৃদয়ের সিংহাসনে বসিয়ে আমার রাণী করি।