আমি কতবার তোমায় দিতে চেয়েছি ভালবাসার উপহার, প্রথম উপহার কি দেবো ?
ভাবতে ভাবতে খানিক সময় হলো পার।
দু’হাত ভরে আনা হয়নি গোলাপ অথবা বকুল
কিন্তু মনের গহীনে রোপন করেছি তোমার জন্য ভালোবাসার মূল।


তোমার জন্য কখনো বিছিয়ে রাখিনি লাল গালিচা,
বিছিয়ে রেখেছি শাড়ির আঁচল, জ্বালিয়ে রেখেছি অগ্নি শিখা।


""ভালবাসি"" কিভাবে যে বলি, কি ভাবে যে করি তোমার পদসেবা।
আমার চোখের জল নীরবে ঝরে, অপেক্ষায় থাকি তুমি লিখবে নীল খামে আমায় নিয়ে ভালবাসার গল্প কবিতা।


তোমার পথ পানে চেয়ে থাকবো অর্ধকোটি বছর,
তোমার অপেক্ষায় থেকে থেকে আমি হবো ক্লান্ত হবো বিভোর।
তুমি যখন বাঁশের বাঁশি হাতে নিয়ে বসে থাকবে দেবদারু গাছের নিচে,
মেঠোপথ ধরে হাঁটবো, শুনবো মুগ্ধ হবো তোমার বাঁশির সুরে।


কোথায় হারিয়ে গেছে সেই বালক বেলা, ফিরে আর পাবনা আনন্দ মেলা।
সেই সোনালী দিন গুলো বিলিন হলো, হারিয়ে গেল গায়ের হাটখোলা।
হারাতে চাইনা তোমার ভালবাসা,তোমার মমতা মাখানো স্নেহ, জীবনের সকল চাওয়া পূর্ণ হয়না, পূর্ণ করার তবু থাকে আগ্রহ।


শষ্য শ্যামল গায়ের ফসলী মাঠ,সবুজ বৃক্ষ তরুলতা,
কখনো তোমায় খুঁজেছি শিঁশির ভেজা মাঠে,ভিজেছে চোখের পাতা।
জুঁই চামেলি ফুলের কাছে পেয়েছি, স্নিগ্ধ  আলোছায়া।
তুমি আমায় দিয়েছিলে, স্নেহভরা মায়া।