🍁🍁🖤বেলা শেষে এলে তুমি🖤🍁🍁
       🌿🌿বেগম সেলিনা খাতুন🌿🌿


জীবনের অবেলায় আসলে তুমি,অনেক বছর পরে,
আমার জীবনের শুক তারা সব চলে গেছে বহু দুরে,
তুমি বিহনে........  ।
তোমার আমার দীর্ঘ প্রতিক্ষা,আর অভিমান,
জীবনকে করেছে লক্ষ কোটি বছরের ব্যবধান।


শিশির মাড়িয়ে শিউলীর সুভাষ নিতে পারে কজন,
তুমিও পারোনি,এক মুঠো শিউলি কুড়িয়ে,
প্রিয়ার কাড়তে মন...........
তুমি লওনি আমার খবর, নিগূঢ় অভিমানে
আমার চোখের প্লাবন হয়েছে,
তুমি বিহনে.................।


কপালে হাত রেখে যদি বলতে, এসো মাখিয়ে দেই
জোসনার ঘ্রাণ...
থাকতোনা আর অভিমান,
দুরুত্বটা কমে যেত, কেন করোনি আমার সন্ধান?


নিরিবিলি অনেক কথা বলতে চেয়েছিলাম ,
হলুদ বিকেল বেলায়,পুকুর পাড়ে বকুল তলায়।
অনেক গল্প জমিয়ে রেখেছিলাম,এসেছো কেন অবেলায়?
না বলা কথা গুলো জমিয়ে হয়েছে পাহাড় সমান
পাহাড় তো হয়ে গেছে মরুভুমি,আছে শুধু বেদনা,
নাই কোন প্রাণ।


অপেক্ষার চোখ দুটো হয়ে গেছে ক্লান্ত,
এই অবেলায় চোখের ভাষা বুঝতে পারবেনা হয়তো।
দু'চোখের জল গড়িয়ে পড়ে উপচে উপচে,
অকারণে,
আমার লজ্জা ঢাকা চোখ দুটো ঢেকে গেছে আবরণে,
তুমি বিহনে.................।


আমার তোমাকে দোষারোপ করা হয়নি সমীচিন,
হয়তো তোমারই মতো ছিলাম আমিও উদাসীন,
মৌমাছির মতো মৃদু সুরে কানের কাছে করিতাম যদি গুনজন।
তোমায় একটু সাড়া দিলে, হয়তো রঙ্গিন হতো  দুটি জীবন।


আমার বেলা ডুবু ডুবু ,তুমি দূর আকাশের মেঘ,
অবেলায় এসে জাগাও যদি প্রাণের অজানা উদ্বেগ,
সত্যিই ভালোবাসা ভালো থাকবে আমাদের অঙ্গনে,
ভালোবাসা জড়িয়ে রাখবো মোরা নিবীর আলিঙ্গনে।