****ইচ্ছে করে****
বেগম সেলিনা খাতুন।
================
ইচ্ছে করে তোর হাতটা ধরে নির্জন পথে চলি,
ছোট্টবেলার মতো ঘুরে বেড়াই অলিগলি।


পিচঢালা রাস্তায়, ছাতাটা দে'না মাথায়,
বৃষ্টিতে ভিজছিস কেনরে অবেলায়?


ইচ্ছে করে,ঝিরঝিরে বৃষ্টিতে দু'জনে ভিজি,
ছাতাটা মাথায় ধরে, তোকে বৃষ্টির আড়াল করি।


পুরানো স্মৃতি ,হৃদয়ের বেদনা বাড়ায়,
মনে করিয়ে দেয়, প্রথম দেখা হওয়ার সময়।


ইচ্ছে করে পিছন থেকে তোর হাতটা ধরি,
চমকে দিয়ে, স্মৃতি পাতা স্মরণ করি।


ভয় নাই, ডর নাই , নাই কোন চাওয়া,
আমাদের চাওয়া,দু'জনে দাঁড়িয়ে একটু দেখা হওয়া।


ইচ্ছে করে তোকে বার বার পিছু ডাকি,
তুই ফিরে ফিরে, রেগে গিয়ে বলবি,
করিস যদি দুষ্টুমি, নেব কিন্তু আড়ি।


তুই কখনো হাসিস, কখনো কাঁদিস,
তোর চোখে থাকে , মিটি মিটি দুষ্টুমি।


ইচ্ছে করে তোর হাতটা ধরে নির্জন পথে চলি,
ছোট্ট বেলার মতো ঘুরে বেড়াই অলিগলি।