🥀🥀জীবন মানে যন্ত্রণা 🥀🥀
🌿🌹বেগম সেলিনা খাতুন 🌹🌿


জীবন মানে যন্ত্রণা,
নয় ফুলের বিছানা,
এ কথাটা জানে সর্ব জনা।


জীবন মানে আশা ভরসা,
বেঁচে থাকার লালসা,
ধন দৌলত, গাড়ী বাড়ী,
সোনা রুপা ভুরি ভুরি,
যতই থাকুক মেটেনা আশা।


জীবন মানে তিক্ততা,
পায় যখন অবহেলা,
চোখের জলে বুক ভেসে যায়,
দেখেনা কেউ হৃদয় খানা।


জীবন মানে ছুটতে হবে,
থামা মানে শেষ।
দুদিনের এই ভবে,
ভুলে যাও হিংসা বিদ্বেষ।


জীবন থাকুক ভালোবাসায়,
স্বজন থাকুক খুশি।
জীবনে দেওয়া প্রতিশ্রুতি,
যেন ভালোবাসি।


জীবন মানে মোমের প্রদীপ,
আগুন বিনে গলেনা,
ভালো বাসার আগুন দিয়ে
জ্বালিয়ে দাও প্রদীপ খানা।


জীবন মানে হাসি কান্না,
সত্য কথা কেউ বলেনা,
মিথ্যা আসায় ঘর বাধে,
ভালো বাসায় ছলনা।


জীবন মানে যুদ্ধ ক্ষেত্র,
যুদ্ধ করতে ভয় পেওনা,
সুখ - দুঃখের সাথে,
যুদ্ধ করে যাও অবিরত।


জীবন মানে প্রতিশ্রুতি,
ভঙ্গ করিলে হয় দুর্গতি,
পূর্ণ করলে প্রতিশ্রুতি,
থাকবে না কোন অসংগতি।


জীবন মানে প্রহর গুনা,
করুনা ময়ের কাছে প্রার্থনা ,
মাপ করো গুনার খাতা,
আছে যত দেনা পাওনা।


জীবন মানে নয় বালাখানা,
ভুলে যেওনা দিনের কথা,
একরত্তি জীবনে,
করিওনা আশা, অনন্ত জীবনের।


জীবনকে ভালো বাসতে শিখো,
স্বপ্ন হীন জীবন স্বপ্নে ভরে তোলো,
স্বপ্নকে সঙ্গী করে সুন্দর জীবন গড়ো।


জীবন মানে যন্ত্রণা,
নয় ফুলের বিছানা,
এ কথাটা জানে সর্ব জনা।