🔰🔰 মনের স্বপ্ন 🔰🔰
  @@বেগম সেলিনা খাতুন @@


আমি মেঘে ঢাকা চাঁদ হতে চাইনি,
জোসনা রাতের আলো হতেও চাইনি।
আমি শুধুই চেয়েছি, তোমায় ভালবাসতে,
বন্দী হতে চেয়েছি তোমার ভালবাসার কারাগারে।


আমি অতিথী পাখী হতে চাইনি,
বসন্ত রাতে বাসর সাজাতেও চাইনি।
আমি শুধুই চেয়েছি, হৃদয় উজাড় করা ভালোবাসা,
ভরিয়ে দিতে চেয়েছি, তোমার মনের সকল আশা ।


আমি কখনো তোমায় হারাতে চাইনি,
দুটি মনের ভাঙ্গনো হতে চাইনি।
আমি শুধুই চেয়েছি, তোমার শ্রেষ্ঠ বন্ধু হয়ে জীবন করতে পার,
মনের কারাগারে ,বন্দী করে আনতে ভালবাসার জোয়ার।


আমি অশান্ত সুমুদ্র হতে চাইনি,
কুল ছাড়া নদীও হতে চাইনি।
আমি শুধুই চেয়েছি ,তোমার গানের উপমা হয়ে,
পূষ্পময় করে রাখবো আমার,হৃদয়ের মনি কুঠিরে।


আমার কত স্বপ্ন ছিল বুকের ভিতর ,
তোমায় নিয়ে গড়বো স্মৃতির তাজমহল।
ঐ স্বপ্ন গুলো দেয়না ধরা, শুধু তৃষ্ণা বাড়ায় ,
তোমার পরশে এই দূসর জীবন হতে পারে সবুজ স্বপ্নময়।