🌹🌹মহামারী 🌹🌹
           🌿🌿বেগম সেলিনা খাতুন 🌿🌿


হে প্রভু! তোমার শক্তি ও ক্ষমতার কাছে আমরা অসহায়।
আমাদের তুমি ক্ষমা করো,হে ক্ষমতা শীল পরম করুনাময়।
করোনা ভাইরাস সহ সকল অকল্যাণ থেকে করো মুক্তি।
মাফ করে দাও মাওলা তুমি, মানুষেরে ফিরিয়ে দাও শান্তি।


তুমি সারা বিশ্বের প্রভু মাওলা,তুলে নাও করোনা মহামারী,
সহজ করে দাও জীবন যাপন, দাও শান্তির দিনরাত্রী।
এ কেমন রোগ তুমি দিলে প্রভু!! মরনের পরেও থাকেনা পাশে আপন কেহ ?
দেয়না খাটিয়া, দেয়না গোসল, করেনা দাফন!
প্রানের প্রিয় প্রতি বেশি, সেও ভাবে দুশমন।


যদি হয় করোনা, করে দেয় লকডাউন, পাইনা সেবা যেমন প্রয়োজন।
ভয়ে মানুষ যায়না কাছে, যায়না আপনজন।
করোনায় আক্রান্ত হলে, ভাবে তাকে দুশমন।
করোনাকে করোনা ভয় !স্বাস্থ্য বিধি মেনে চললে,
মৃত্যুর নাই ভয়।


নিজের সেবা নিজেই করো, স্বাস্থ্য বিধি মেনে চলো,
প্রিয়জন থেকে থাকো বিছিন্ন, মনকে করো প্রশন্ন,
এসেছে করোনা মহামারী, সময় হলে যাবেই চলি,
যত করবে দুশ্চিন্তা, রোগে শোকে ভরে যাবে শরীরটা,ভারাক্রান্ত হবে মনটা।
তাই এসো সবাই মিলে দূর্গ গড়ি,দেশটাকে করোনা থেকে মুক্ত করি ।


আমরা একই রক্তে মাংসে গড়া,একই স্রোস্টার সৃষ্টি,
তবু কেন? কেউ পাষান,কেউ দয়ালু,কেউবা মহান?
কেউ জীবন বাজী রেখে,দিয়েছে সেবার হাত বাড়িয়ে,
কেউ আত্মসাতে নেমেছে,সুজোগ বুঝি যায় হারিয়ে।


নিরবে নিভৃতে কেউ অসহায় মানুষের পাশে আছে,
কেউ কি ভাবে ! মানুষকে ঠকানো যায়, সেই ধান্দায় নেমেছে মাঠে।
কেউ শেষ সম্বল টুকু বিলিয়ে দিচ্ছেন করোনার দুর্যোগে,
কেউ দিন নাই রাত নাই,অন্যকে বাঁচাতে নিজের জীবন দিয়েছে সপে।


মৃত্যুর মিছিলে যদি হারিয়ে যাই,
ক্ষমা করে দিও, ক্ষমা চাওয়ার সময় যদি না পাই।
আমি হয়তো তোমাদের জন্য, পারি নাই কিছু করতে,
তবু চাই ক্ষমা, ভুল যদি করে থাকি মনের অজান্তে।


করোনায় নিলে জীবন, আসবেনা কাছে বন্ধু স্বজন,
দু'মুঠো মাটি কবরে দিতে পারবেনা হয়তো তখন,
হাত তুলে দোয়া করিও আমার প্রিয় বন্ধু স্বজন।