🔰🔰 না হয় হয়েছে একটু ভুল 🔰🔰
***** বেগম সেলিনা খাতুন *****


কখন যে মনের অজান্তেই তোমায় ভাল বেসেছি,
চাঁদের গহন আলো অন্ধকারের মাঝে ডুবেছি,
বৈশাখী হাওয়ায় কুড়িয়েছি স্বপ্নের মুকুল
তোমাকে হৃদয়ের গহীনে রাখতে না হয়
হয়েছে আমার একটু ভুল।


কখনো সকাল, কখনো দুপুর কখনো মাস, বাদ যায়নি বছর।
তোমার জন্য অপেক্ষায় থেকে থেকে রাতের পর হয়েছে ভোর।
উষার আলোয় খুজে বেড়াই, শিশির ভেজা ঘাসের উপর।
অশ্রু জলে ভাসাই,জানে গোপন মন,জানে নির্জন দুপুর,
না হয় হয়েছে আমার একটু ভুল।


দিবা নিশি তোমার করি ধ্যান, মনের মধ্যে নিভু নিভু জ্বলে অনল।
তোমার প্রতিচ্ছবি ছাড়া এই পৃথিবীতে ভাবনার নাই কিছু।
বুকের মধ্যে ফোটে ,কোটি কোটি নক্ষত্র, চাঁদ তার শোভা বিলায় ,গাছে ফোটে ফুল,  আমার না হয় হয়েছে একটু ভুল।


তুমি সারাদিন আমায় নিয়ে অলিখিত কবিতা বলতে,
গোপনে লুকিয়ে তোমার কবিতার পঙ্তিমালা শুনতাম,
প্রতিটি বাক্যে ছিলাম আমি,
না পাওয়ার বেদনায় শুকিয়ে গেল গভীরতম নদী,
আমার জন্য হৃদয় করেছো ব্যাকুল,
না হয় হয়েছে আমার একটু ভুল।


মাঝে মাঝে এ জীবন ছেড়ে অন্য জীবনের আসা করি।
ভাবী, সে জীবনে তোমায় নিয়ে গড়বো স্বপ্বের ত্বরী,
ভুলি নাই তোমার দেওয়া গোলাপ, বকুল
ভালোবেসে তোমার জন্য পাথরে ফুটিয়েছি ফুল,
না হয় হয়েছে আমার একটু ভুল।