🌿🌷নামটি ছিল বুঝি সুভাষিনী🌷🌿🌿
      🍀🍀বেগম সেলিনা খাতুন🍀🍀


কবিতায় তোমাকে কতবার লিখেছি,
নামটি তোমার ভুলে গিয়ে ভুল করেছি,
মনে পড়ে, কবিতায় কতবার ডেকেছি।


তুমি কী আমাকে রেখেছো মনে ?
তুমি কী আমাকে দেখ মনের দর্পনে?
মনে করে দেখো, ছিলাম আমি নয়নে নয়নে!


এ যেন হাজার বছরের সেই চেনা মুখটি,
মনে পড়ে শৈশবে একসাথে খেলেছি,
মনে পড়ে তুমি সেই শ্যামলা বরণ মেয়েটি...


তুমি কী আমাকে গিয়েছো ভুলে?
স্মৃতির পাতা তুমি দেখ তো খুলে ?
মনে পরে যাবে, আমি সেই কিশোর ছেলে...


তোমাকে পারিনি কোনদিন ভুলিতে,
তুমি যে কালো চোখে কাজল পরিতে,
তোমাকে ভিজিয়ে রেখেছি নয়নের জলে।


স্মৃতির পাতা তুমি দেখ বার বার,
আমি তোমার আশির দশকের বন্ধু যাযাবর,
মনে করো তুমি, চিকন চাকন গড়ন আমার!


মনে করে দেখ খাঁ খাঁ দুপুরের সময়,
দাঁড়িয়ে থাকতাম কেন তোমার বাড়ীর আঙ্গিনায়?
তুমি লিখে রাখনি কেন,
তোমার কবিতার পাতায় পাতায়?


কবিতার শেষ পাতায় তোমাকে এঁকেছি,
আমরা  যেন অনন্ত প্রেমের অমর জুটি,
মনে করি তুমিই আমার পৃথিবী।


তোমার নামটা এবার দাওনা বলে,
লিখে রাখবো হৃদয়ের পিন্ঞ্জরে,
সে নামে তোমায় ডাকিব গোপনে!


তুমি যে আমার হৃদয়ের রাণী...
তুমি যে আমার মন হরণী...
তোমার নামটি ছিল বুঝি সুভাষীনি !