🌻🌻নীরব স্বাগতম 🌻🌻
🍀🍀বেগম সেলিনা খাতুন 🍀🍀


দরজা খোলা রইলো,
নিঃশব্দে প্রবেশে বইলো
নীরব স্বাগতম।
দৃষ্টি জুড়ে শিউলির শুভেচ্ছা,
হৃদয়ে অস্থির অপেক্ষা,
বাসর সাজাই ভালোবাসার,
গতরাতে অপেক্ষা ছিল আমার ও তোমাকে পাবার,
আমি তোমাকে চাই কুল ছোঁয়া নদীর মতো
সুর জাগানো বাঁশীর মতো
একান্ত মগ্রতার মতো।
সৈকতে দাঁড়িয়ে আমি তোমাকে দেখছিলাম
আমার পিছনে সমুদ্র, সামনে তুমি,
তোমার বুকের মাঝে সমুদ্র খুঁজছিলাম
ঐ জলের দিকে তাকিয়ে থাকা ডাগর কালো আঁখির মাঝে খুঁজেছিলাম নৌকা।
তোমার পা থেকে মাথা অবদি ছিল
পরিপাটির ছোঁয়া।
নারী মানেই সভ্যতার প্রতীক
তা তোমার কাছ থেকে শেখা।
আমার পিছনে সমুদ্রের তীব্র গর্জন
সন্ধ্যার কনকনে বাতাস,
জানিয়ে দিলো আমি গরম কাপর হীন,
তবু নির্বোধ আমি তোমাকেই দেখছি
তুমিই আমার সমুদ্র।