🌿🌹পঁচিশে বৈশাখ🌹🌿
                    🏵বেগম সেলিনা খাতুন 🏵
            
তুমি আসিয়াছিলে পঁচিশে বৈশাখে,
নতুন রুপে নতুন সাজে, এই পৃথিবীর বুকে।
তোমার আগমনে ধন্য হইয়াছিল বাঙালী ,
ধন্য হইয়াছিল পঁচিশে বৈশাখ,
ধন্য হইয়াছিল,সন্ধ্যার অন্ধকার, ভোরের আলো,
মধ্য রাতের আকাশ বাতাস ।
গানে গানে সুরে সুরে,
সকল বাঙালীর মনে প্রাণে ,
গল্প, কবিতায় মুগ্ধতায় দিয়াছ ভরিয়ে।
হে মহান কবি তুমি,
তোমায় এ জীবনে যদি পাইতাম আমি,
ধূসর এই জীবনখানি, হ‌ইয়া উ‌‌ঠিতো সবুজ স্বপ্নময়ী।
প্রেমময় জীবন তুমি দিয়াছো উপহার,
রাঙিয়ে দিয়াছো জীবন, খুলিয়াছো মনের স্বর্ণদুয়ার,
বাঙালী করিবে স্মরণ তোমায় ,
পৃথিবী থাকিবে যত দিন এই ধরায়।
ঝরো ঝরো ঝড় বয়,
পঁচিশে বৈশাখ হয়,
তোমার আগমনি বার্তা রয়।
কি যাদু তোমায় শিখাইলো আল্লায়!!
যাহা লিখিয়াছো তাই সোনা হ‌ইয়া যায়,
সব ঋতুর গোধূলি আবারে রাঙায়।
যুগে যুগে যত নবীন প্রবীন আসিবে এই ধরায়,
তোমার প্রেমে, জল বিহীন মনের সাগরে ভাসিবে সদায়,
তুমি রবি ঠাকুর, তুমি কবি গুরু
তুমি বিশ্ব কবি মহাশয়।।।।