পহেলা বৈশাখের বিকেল বেলায়,
গর্জে উঠলো তপ্ত হাওয়ায় ,
বটমূলে বাংলা গানে,
মন মজে  যায় সুরের ছোঁয়ায়........
পহেলা বৈশাখের বিকেল বেলায়
গর্জে উঠলো তপ্ত হাওয়ায়।


ইলিশ ভাজা পান্তা ভাতে
শুটকি ভর্তা দেবো সাথে,
বাদ যাবেনা ফিরানি পোলাও
রইলো দাওয়াত এসো অবেলায়.........।।
পহেলা বৈশাখের বিকেল বেলায় .
গর্জে উঠলো তপ্ত হাওয়ায়


আকাশ সেজেছে আলো আঁধারে
কাল বৈশাখী  নেবে উড়ায়ে,
লাল শাড়ি আর রেশমী চুড়িতে
কত সাজে সাজাবো তোমায়.......।।
পহেলা বৈশাখের বিকেল বেলায়
গর্জে উঠলো তপ্ত হাওয়ায়।


খেলছে সবাই নাগর দোলা
সখা-সখি বসে করছে মেলা,
এক্কা দোক্কা বৌচি খেলা
কানামাছি ভো ভো আর কত খেলায়......।।


স্বপ্নের একটি নীড় সাজাবো
পাখিদের মিষ্টি গান শুনাবো,
প্রেমের একটি চিঠি দেবো,
লিখবো বসে মাটির দাওয়ায়...........
পহেলা বৈশাখের বিকেল বেলায়
গর্জে উঠলো তপ্ত হাওয়ায়।


বৃষ্টির ছোঁয়ায় স্নাত হবো
আনন্দে ভাসবো বৈশাখী মেলায়
শুনবো মোরা বৈশাখের গান
বসবো মোরা বকুল তলায়.......
পহেলা বৈশাখের বিকেল বেলায়
গর্জে উঠলো তপ্ত হাওয়ায়।


কাল বৈশাখীর রুদ্র মাতন
গর্জে উঠলো আকাশটা
শিলা বৃষ্টি ধংশ করলো
আম্র মুকুলের বোলটা.......।।
পহেলা বৈশাখের বিকেল বেলায়
গর্জে উঠলো তপ্ত হাওয়ায়।


মাতবো মোরা আনন্দে
গাইবো মোরা সবাই মিলে
নাচবো সবাই গাইবো গান
থবলা ঢোলের তালে তালে........... ।।
পহেলা বৈশাখের বিকেল বেলায়
গর্জে উঠবে তপ্ত হাওয়ায়।


ছোট বড় সবাই মিলে,
গাইবো বসে আমের ছায়ায়
পতন করলো গরমের খেলা
মাতাল করা হাওয়ায়........ ।।
পহেলা বৈশাখের বিকেল বেলায়
গর্জে উঠলো তপ্ত হাওয়ায়।


ফসলের মাঠ ছাড়া পেলনা
পাখিদের মৃত্যু মিছিলের
স্মরণ করলো দমকা হাওয়ায়
ঘরে ফিরে যা তোরা.....  ।।
পহেলা বৈশাখের বিকেল বেলায়
গর্জে উঠবে তপ্ত হাওয়ায়।